সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

থানায় সরঞ্জাম দিল বিকেএমইএ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলার চারটি থানায় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল সরবরাহ করেছে নিট গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ। বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম গতকাল জানান, প্রাথমিক পর্যায়ে সরবরাহকৃত সামগ্রীর মধ্যে ১৭টি সেট কম্পিউটার, ডিপ ফ্রিজ একটি, কম্পিউটার স্ক্যানার দুটি, ফটোকপি মেশিন দুটি, ল্যাপটপ দুটি, টেলিভিশন ছয়টি, ফাইল কেবিনেট ১০ সেট, আলমারি পাঁচ পিস, সিলিং ফ্যান ১৫০ পিস, চেয়ার, টেবিল, মেট্রেসসহ খাট, স্টেশনারি সামগ্রী, আসবাবপত্রসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু জানান, শনিবার থেকে পর্যায়ক্রমে সরঞ্জাম তুলে দেয় ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ। এতে থানাগুলোর সেবা পরিক্রমা পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু করা যাবে।

সর্বশেষ খবর