মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ভারী বর্ষণে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

প্রতিদিন ডেস্ক

ভারী বর্ষণে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

ভারী বর্ষণে কক্সবাজারে আবারও পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। ভেঙে গেছে মেরিন ড্রাইভের বিদ্যুতের ২০ খুঁটি। চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কক্সবাজার : মহেশখালীতে ভারী বর্ষণে পাহাড় ধসে আবদুস শুক্কুর (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার মেয়ে মোস্তফা খানম (২০) আহত হন। গতকাল উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। কক্সবাজার মেরিন ড্রাইভের পাশে থাকা বিদ্যুতের লাইনের ২০টি খুঁটি ভেঙে গেছে। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময় দরিয়ানগর থেকে পাটুয়ারটেক এলাকায় সড়কের পাশে থাকা এসব খুঁটি ভেঙে পড়েছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে। নোয়াখালী : রীতিমতো ভেসে গেছে মাইজদী শহরের  ডিসি অফিস, এসপি অফিস, জজ কোর্ট, জেলখানা, নোয়াখালী জেনারেল হাসপাতাল, নোয়াখালী বিশ্ববিদ্যালয় সড়কসহ অধিকাংশ সড়ক। এ ছাড়া মাইজদীর প্রধান সড়কের টাউন হলের মোড়, বড় মসজিদের মোড়ে পানি উঠেছে। জেলার বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিলসহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। অনেক বাড়ির আঙিনা ডুবে আছে হাঁটুপানিতে, অনেকের ঘরে পানি ঢুকে পড়েছে। সড়কের আশপাশের বাসাবাড়ির আঙিনায় এখনো বৃষ্টির পানি জমে আছে। জেলার সবকটি উপজেলার নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে।  মাইজদীতে ড্রেন পরিষ্কার না থাকায় হালকা বৃষ্টি হলেই শহরে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জানা গেছে, নোয়াখালী মহিলা কলেজের পাশে ড্রেন বন্ধ হয়ে পড়ে।

বরিশাল : জেলায় কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। নগরের কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে আবাসিক এলাকার সড়কগুলোর অবস্থা বেহাল হয়েছে।

চট্টগ্রাম : চট্টগ্রামে কখনো থেমে, কখনো টানা বর্ষণে নগরের নিচু এলাকায় পানি জমে যায়। গত শুক্রবার থেকে এ বৃষ্টি শুরু হয়। পানি জমে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয়েছে। তবে গতকাল বিকাল থেকে বৃষ্টি কমে যায়।  

সর্বশেষ খবর