মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

২০১৫ সালে ক্রসফায়ারে হত্যায় ডিআইজির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

২০১৫ সালে ক্রসফায়ারে হত্যায় যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানসহ আটজনকে আসামি করে মামলা হয়েছে যশোরে। এতে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ আনা হয়েছে। আনিসুর রহমান বর্তমানে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত রয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন যশোরের মনিরামপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহমেদ, উপপরিদর্শক (এসআই) তাসমীম আহমেদ, এসআই শাহীন, দুর্গাপুর গ্রামের মৃত দুর্গাপদ সিংহের ছেলে সুব্রত সিংহ, জিনার আলীর ছেলে মতিউর রহমান, জয়পুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে মোন্তাজ আলী ও খোর্দগাংড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে ফিরোজ আহমেদ। যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আবু সাঈদ নামে এক যুবককে আটকের পর ‘ক্রসফায়ারে হত্যা’র অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। রবিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালতে মামলাটি করেন নিহত আবু সাঈদের স্ত্রী পারভীন খাতুন। আদালত এ ব্যাপারে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের খুলনা বিভাগীয় ডিআইজিকে আদেশ দিয়েছেন।

সর্বশেষ খবর