মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে স্বামী-স্ত্রী ও তাদের দুই ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের চালকও গুরুতর আহত হয়েছেন। রবিবার রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার দ্বিতীয় স্ত্রী নার্গিস খাতুন (৪১) এবং তাদের ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।  উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার নুরুল ইসলাম বাবু জানান, রাত তিনটার দিকে আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের লাশ উদ্ধার করি। মাইক্রোবাসটি ঢাকা থেকে আসার পথে ঘটনাস্থলে পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

এ ছাড়া সাতক্ষীরা, গাইবান্ধা ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও চারজন। সাতক্ষীরা-ভোমরা সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৩০) ও আবদুল হান্নান (৪০) নামে দুজন নিহত হয়েছেন।   গাইবান্ধায় গতকাল বাসের ধাক্কায় তপন সাহা (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া গতকাল ভোরে গাজীপুরে মেহেদী হাসান লিখন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

সর্বশেষ খবর