আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার কেমিক্যাল বর্জ্যরে বিষক্রিয়ায় এক তরুণ উদ্যোক্তার ঘেরের প্রায় ৭০০ মণ মাছ মরে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬০-৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে, দাবি ওই যুবকের। সোমবার আশুলিয়ার টাকসুর এলাকায় তাতী বিলে এ ঘটনা ঘটে। আরন ডেনিম নামে ওই কারখানার কেমিক্যাল মিশ্রিত পানির বিষক্রিয়ায় দুই বছর আগেও প্রায় ৩০ লাখ টাকার মাছ মরা গিয়েছিল বলে অভিযোগ ভুক্তভোগী রাশেদুল ইসলাম সজলের। এ ঘটনায় আরন ডেনিম কারখানার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী রাশেদুল বলেন, তাতী বিলের প্রায় ১০ একর জমি লিজ নিয়ে চার-পাঁচ বছর ধরে মাছ চাষ করে আসছেন তিনি। ‘এ কারখানার কেমিক্যাল মিশ্রিত পানি বিলে সরাসরি ফেলার কারণে প্রায় প্রতি বছরই আমার ঘেরের মাছ মারা যায়। দুই বছর আগেও আমার ঘেরের প্রায় ২৫০ মণ মাছ মরে ভেসে উঠেছিল। এতে আমার ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়। তখন থানায় অভিযোগ করলেও স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যের কারণে কোনো সমাধান পাইনি। আরন ডেনিম নামের ওই কারখানা কর্তৃপক্ষ ইটিপি না চালিয়ে বর্জ্য শোধন ছাড়াই কেমিক্যাল মিশ্রিত পানি বছরের পর বছর ধরে বিলে ফেলছে। এতে এ এলাকার শত শত বিঘা আবাদি জমিতে কেউ ফসল ফলাতে পারছে না। আগে অনেক ধরনের মাছ পাওয়া যেত। এখনো সেগুলো আর পাওয়া যায় না। কারখানা কর্তৃপক্ষের উদাসীনতায় এখানকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমরা এলাকাবাসী উপায়ন্তু না পেয়ে ওই কারখানার সামনে গিয়ে মানববন্ধনও করেছি।’ এ বিষয়ে আরন ডেনিম কারখানার এইচআর (এডমিন) মো. শফিক বলেন, আমাদের অথরিটির সঙ্গে কথা না বলে আপনাদের সঙ্গে কথা বলতে পারি না। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষক্রিয়ায় এক উদ্যোক্তার মাছ মরে যাওয়ায় একটি কারখানার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।