বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত

সংসারের অভাব ঘোচাতে সৌদি যাওয়া হলো না রাজুর

মাগুরা প্রতিনিধি

পরিবারের অভাব ঘোচাতে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন রাজু। মৃত্যুর এক দিন আগে মাকে ফোনে বলেছিলেন সৌদি আরব যাওয়ার কথা। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন রাজুর মা। কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় মারা গেছেন মাগুরার তিনজন। তারা হলেন মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামের কালাম মোল্যার ছেলে রাজু আহমেদ (২৪), শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের আক্কাস মোল্যার ছেলে মুসতাকিন বিল্লাহ (২৮) ও নহাটা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আসিফ ইকবাল রাব্বি (৩৪)। তারা সবাই ঢাকায় গিয়েছিলেন পরিবারে সচ্ছলতা ফেরাতে। রাজু জগদল সম্মিলনী কলেজ থেকে এইচএসসি পাস করে মাগুরা আদর্শ কলেজে ডিগ্রিতে ভর্তি হলেও পারিবারিক অসচ্ছলতার কারণে লেখাপড়ায় নিয়মিত হননি। তিন বছর আগে মা নাছিমা সড়ক দুর্ঘটনায় আহত হন। ধারদেনা করে রাজুর বড় ভাইকে মালয়েশিয়া পাঠালেও শারীরিক অসুস্থতা নিয়ে তিন মাস আগে দেশে ফেরেন। নিরুপায় হয়ে তিন মাস আগে ঢাকায় কুরিয়ার সার্ভিসে বুকিং অফিসার হিসেবে কাজ নেন। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে প্রায় দিনই রাজু কাজের ফাঁকে আন্দোলনে অংশ নিতেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনেরা। ১৯ জুলাই রাজধানীর মোহম্মদপুরে আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। রাজুর গ্রামের বাড়ি গিয়ে দেখা যায়, মা নাছিমা ছেলের কাপড়সহ ব্যবহার্য জিনিসপত্র নিয়ে বিলাপ করছেন। তিনি বলেন, ‘আগের রাতেও রাজুর সঙ্গে কথা হয়েছিল। মোবাইল ফোনে সবার খবর নিয়েছে। বিদেশে যাওয়ার চেষ্টা করছিল। ছেলের সে ইচ্ছা আর পূরণ হলো না। এক ছেলে পৃথিবী ছেড়ে চলে গেল। আরেক ছেলে অসুস্থতা নিয়ে বিদেশ থেকে এসেছে। আমিও অসুস্থ। এখন আমরা কীভাবে চলব?’

সর্বশেষ খবর