শিরোনাম
বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত

সচ্ছলতা ফেরাতে পারলেন না নাঈম

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি মধ্যপাড়া গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে রেজাওয়ানুজ্জামান নাঈম (১৮)। পরিবারে সচ্ছলতা ফেরাতে ঢাকায় গার্মেন্টে চাকরি নেন তিনি। নাঈমের সে স্বপ্ন থেকে গেল স্বপ্নই। ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। নাঈম ৪ আগস্ট সন্ধ্যায় তার কর্মস্থল থেকে ঢাকার সাভারে শিমুলতলায় ভাড়া বাসায় ফিরছিলেন। পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মিছিলের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট রাতে তার মৃত্যু হয়। ৮ আগস্ট সোনাকুড়ি মধ্যপাড়া গ্রামে এনে দাফন করা হয়। মামি রোকসানা বেগম বলেন, ছোট বেলায় নাঈমের বাবা মারা যান। মা অন্যত্র বিয়ে করেছেন। তিন ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট। সে ছোট থেকে আমার কাছে বড় হয়েছে। কোনো দিন মায়ের অভাব বুঝতে দিইনি।

সর্বশেষ খবর