ভোলায় গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য প্রাকৃতিক গ্যাসের আবাসিক সংযোগের দাবিতে গতকাল মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ভোলার প্রতিটি ঘরে সংযোগ না দেওয়া পর্যন্ত জেলার গ্যাস অন্যত্র নিতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন তারা। শাহবাজপুর গ্যাস ফিল্ডের গ্যাস বোতলবদ্ধ করে জেলার বাইরে সরবরাহকারী কোম্পানি ইন্ট্রাকোর কারখানা অবরোধ করেন। সাধারণ মানুষও তাদের আন্দোলনে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলনকারীরা ইট্রাকো কোম্পানির কর্মকর্তাদের সাত দিনের সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে সমাধান না হলে আরও বড় কর্মসূচির ডাক দেবেন জানিয়েছেন শিক্ষার্থীরা।