সিরাজগঞ্জে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকে মামলায় ইউনিয়ন ভূমি উপসহকারী সেলিম রেজা ও তার স্ত্রী আফরোজা বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়ালিউল ইসলাম গতকাল এ আদেশ দেন। সেলিম রেজা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর জোকনালা গ্রামের জহির উদ্দিনের ছেলে। পাবনা জেলা জজ আদালতের দুদকের সরকারি কৌঁসুলি খন্দকার জাহিদ রানা জানান, আদালতে হাজির হয়ে সেলিম রেজা ও তার স্ত্রী আফরোজা বেগম জামিন আবেদন করেন।
শুনানি শেষে তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয় সূত্র জানায়, ২০২২ সালে সেলিম রেজার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তার সম্পদ অনুসন্ধান শুরু করে দুদক। চলতি বছরের ৩ মার্চ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেলিম রেজা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের উপ-সহকারী পরিচালক ফেরদৌস রায়হান বকসী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।