শিরোনাম
বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

মিল্কভিটার অনিয়মের প্রতিবাদ বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি

‘সমবায়ী বাঁচলে মিল্কভিটা বাঁচবে’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়েছে। সিরাজগঞ্জের বাঘাবাড়ি মিল্কভিটার প্রবেশপথের পাশে পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীরা গতকাল এ সমাবেশ করেন। তারা কিছু সময় মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সমবায়ী সুবির কুমার ঘোষের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক। তিনি বলেন, ২০১৫ সাল থেকে মিল্কভিটার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নাদের হোসেন লিপু।

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে চাচা ছিলেন। তার ভয়ে কোনো ন্যায্য বিষয় নিয়ে কথা বলতে পারতেন না সমবায়ীরা। মিল্কভিটায় সমবায়ীদের কোনো অধিকার ও মূল্যায়ন ছিল না। দুধের ন্যায্যমূল্য দেওয়া হয়নি। বক্তারা অবিলম্বে লিপুকে প্রত্যাহার করে সমবায়ীদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান করার দাবি জানান।

সর্বশেষ খবর