বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ফরম পূরণে বাড়তি টাকা আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণে বাড়তি টাকা আদায়ের প্রতিবাদে উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার সাধারণ যাত্রীরা। পরে শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন। শিক্ষার্থীরা জানান, অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ কার্যক্রম চলছে। ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। শিক্ষাবোর্ডের নিয়ম-নীতি উপেক্ষা করে কলেজ কর্তৃপক্ষ ২ হাজার ২৫ টাকার পরিবর্তে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন। এর মধ্যে ১০ হাজার ২০০ টাকা রশিদে লেখা থাকলেও বাকি টাকার কোনো রশিদ দেওয়া হয় না। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নতুন দায়িত্ব পেয়েছি। আগের অধ্যক্ষ এসব ফি নির্ধারণ করেছিলেন। শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে দিতে বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো অবশ্যই মেনে নেওয়া হবে। এজন্য কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।

সর্বশেষ খবর