শিরোনাম
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

হিন্দু বাড়িতে হামলায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা জড়িত : বগুড়া বিএনপি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের বামুনিয়া পালপাড়ার এক হিন্দু বাড়িতে ৫ আগস্ট লুটপাটের ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন। বরং ওই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জড়িত। এ ঘটনার দায় বিএনপির ওপর চাপাতে পতিত স্বৈরাচার হাসিনার দোসররা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। গতকাল বিকালে বগুড়া জেলা বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম ও তার ভাই নজরুল ইসলামের নেতৃত্বে এলাকার চিহ্নিত মাদকাসক্ত, জুয়াড়ি ৫ আগস্ট সরকার পতনের পর বিজয় মিছিল করে হিন্দু বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এরপর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানতে পেরে সেখানে দলের কর্মীদের দিয়ে  নিরাপত্তার ব্যবস্থা করেন। তারা এখনো পাহারা দিচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বাদশা বলেন, বিএনপি আইন নিজের হাতে তুলে নেয় না। তাই জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের শাস্তির দাবি করছি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুল বাছেদ, ফজলুল বারী বেলাল, মোর্শেদ মিল্টন, এনামুল হক নতুন, সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, যুব দলের খাদেমুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাইদুল ইসলাম, কৃষক দলের এনামুল হক সুমন প্রমুখ।

সর্বশেষ খবর