শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বাসা ভাড়া নিয়ে শিশু অপহরণের ছক

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ থেকে অপহৃত চার বছরের শিশু খাদিজা আক্তার দিনাজপুর থেকে র‌্যাব ও সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে দুই অপহরণকারীকে। তারা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার চর-হিজুলী গ্রামের আতাউর রহমানের মেয়ে আফরিন রেশমা (২২) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শরীফুল ইসলামের মেয়ে ঝুমুর (৩৮)। গতকাল মানিকগঞ্জ র‌্যাবের সিপিসি-৩-এর লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার সদর উপজেলার জয়রা এলাকা থেকে খাদিজাকে অপহরণ করা হয়। সে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চর-তিল্লি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। খাদিজার পরিবারের সদস্যরা সদর উপজেলার জয়রা এলাকার সাইজুদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন। জানা যায়, আফরিন রেশমা ও ঝুমুর মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বাসা ভাড়া নিয়ে শিশুদের টার্গেট করে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। এ ধারাবাহিকতায় খাদিজাদের বাসার পাশের বাসা ভাড়া নিয়ে তিন মাস ধরে বসবাস করতে থাকে। এ সময়ের মধ্যে খাদিজার পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে। মঙ্গলবার দুপুরে বাড়িতে খাদিজাকে একা পেয়ে সুকৌশলে আপহরণ করা হয়। এ সময় বাসা থেকে একটি মোবাইল ফোনসহ ১৭ হাজার টাকা নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায় অপহরণকারীরা। খাদিজার মা বাসায় এসে মেয়ে ও মোবাইল ফোন না পেয়ে হারানো মোবাইল ফোন দেন। ওসি স্বপন কুমার সরকার বলেন, রাতেই অপহরণকারীদের থানায় আনা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর