শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

হাসপাতাল-ক্লিনিকে অনিবন্ধিত নার্স অপসারণ দাবি

গাইবান্ধা প্রতিনিধি

হাসপাতাল-ক্লিনিকে নিয়োজিত অনিবন্ধিত নার্স অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ করেছেন নার্সিং-মিডওয়াইফারি শিক্ষার্থীরা। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। পৌরপার্কে গতকাল সকাল থেকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। কয়েকটি নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থী এতে অংশ নেন। পৌরপার্ক থেকে সকাল সাড়ে ১০টায় ‘সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ’র ব্যানারে মিছিল বের হয়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে সমাবেশ করে। মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আহম্মেদ বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

তারা ‘দফা একা দাবি এক, ভুয়া নার্সের পদত্যাগ, জেগেছে রে জেগেছে, নার্সিং সমাজ জেগেছে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, বর্তমান বাস্তবতায় নার্সিংসেবা খাতেরও সংস্কার প্রয়োজন। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন-২০১৬ অনুযায়ী পেশাগত নিবন্ধন ব্যতীত কেউ নিজেকে নার্স দাবি করা শাস্তিমূলক অপরাধ। এ আইন থাকলেও প্রয়োগ হয়নি। বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোতে নিবন্ধন ছাড়াই অনেকে অনায়াসে নার্স হিসেবে কাজ করে যাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর