খুলনার পাইকগাছার দেলুটির কালিনগর পয়েন্টে বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। গতকাল সকাল থেকেই শত শত মানুষ স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ শুরু করেন। বাঁশ ও মাটিভর্তি বস্তা দিয়ে রিং বাঁধ মেরামতের চেষ্টা করেন। কিন্তু দুপুরের জোয়ারের পানিতে ভেসে গেছে স্বেচ্ছাশ্রমের সেই বাঁধ। এতে নতুন করে প্লাবিত হয়েছে দেলুটি ইউনিয়নের ১৩টি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বসতবাড়ি, রাস্তা-ঘাট, আমন ধানের বীজতলা, পুকুর, মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা গরু-ছাগল, গবাদিপশুসহ বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভদ্রা নদীর জোয়ারের পানির চাপে দেলুটির কালিনগর পয়েন্টে বাঁধ ভেঙে কালিনগর গ্রাম, সৈয়দখালি, হরিণখোলা, দারুলমল্লিক ও সেনেরবেড়সহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। পরে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের চেষ্টা করেন। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, শুক্রবার সকাল থেকে স্থানীয়রা বাঁধ মেরামতের কাজ শুরু করেন। আশপাশের গ্রাম থেকে স্বেচ্ছাসেবীরা এ কাজে যোগ দেন। কিন্তু দুপুরের দিকে বাঁধটি আবারও পানির প্রবল চাপে ভেঙে যায়। প্রথম দিন বাঁধের প্রায় ৩০০ ফুট জায়গা ভেঙেছিল। এখন ৪০০-৫০০ ফুট পর্যন্ত বাঁধ ভেঙেছে। শনিবার সকাল থেকে আবারও বাঁধ মেরামতের কাজ শুরু হবে।
পাউবো কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের স্কুল-কলেজ মাদরাসা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। দ্রুত বাঁধ মেরামতে ব্যবস্থা নেওয়া হয়েছে।