দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ চারজন নিহত হয়েছেন। এর মধ্যে- সিলেটে গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর মদিনা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। জানা গেছে, মকসুদ রাত ৩টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মদিনা মার্কেট এলাকায় সড়কে থাকা একটি কুকুরকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে দুই যুবক, চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক ও ফরিদপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গতকাল দুপুরে ও চেচানিয়াকান্দি এলাকায় বৃহস্পতিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন গোপালগঞ্জ শহরের মনসা জুয়েলার্সের মালিক সুশান্ত বনিকের ছেলে সুদীপ্ত বনিক (২৩)। অন্যজন মাইক্রোবাসচালক। তার পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, বৃহস্পতিবার রাতে চেচানিয়াকান্দিতে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন সুদিপ্ত বনিক। গতকাল দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রেবাসচালক নিহত ও পাঁচজন আহত হন। অন্যদিকে গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় সিমেন্টভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের ইদ্রিশ আলীর ছেলে ফানু আলী (৪৫) ও হেরাস আলীর ছেলে আবদুর রাজ্জাক খুদু। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু বাবু মাতুব্বর (২৩) ও ওবায়দুর মিয়া (২২)। নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভাঙ্গা উপজেলার সুয়াদী গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে সিসিবিএল তেলের পাম্পের সামনে এ ঘটনা ঘটে।