রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বাবার মুখ দেখবে না অনাগত সন্তান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ

মাদারীপুর প্রতিনিধি

বাবার মুখ দেখবে না অনাগত সন্তান

মনিরুজ্জামান মোল্লা (২৬)। মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে। ঢাকার সরকারি বঙ্গবন্ধু কলেজে পড়ালেখা করতেন। পাশাপাশি একটি জুতার কোম্পানিতে কাজ করতেন। দুই বছর আগে বিয়ে করেন। স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে যোগ দিয়েছিলেন মনিরুজ্জামান। মিছিলে থাকা অবস্থায় জানতে পারেন, সরকারের পতন হয়েছে। তখন মনিরুজ্জামান তার বন্ধু আলম কাজীকে নিয়ে ঢোকেন গণভবনে। বিজয়ের উল্লাসে মেতেছিলেন তারাও। আনন্দ নিয়ে ঘরে ফেরা হয়নি তার। ফিরেছেন লাশ হয়ে। মনিরুজ্জামানের এমন মৃত্যু মানতে পারছেন স্বজনরা। স্ত্রী সামিরা ইসলাম বলেন, ‘স্বামীই ছিল একমাত্র ভরসা। আমার সন্তান এখনো পৃথিবীর আলো দেখেনি। তার আগেই ও বাবা হারাল। অনাগত সন্তান দেখবে না বাবার মুখ। আমার সন্তান কাকে বাবা বলে ডাকবে? আমার স্বামীর কী দোষ ছিল? আমি কি স্বামী হত্যার বিচার পাব?’ পরিবার জানায়, মনিরুজ্জামান ও আলম লাল-সবুজের পতাকা হাতে বিজয় উল্লাস করে সন্ধ্যার আগে গণভবন থেকে বের হন। তারা পুলিশ সদর দপ্তরসংলগ্ন ফুলবাড়িয়ায় একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েন। মসজিদ থেকে বেরিয়ে দেখেন তাদের মোটরসাইকেলে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। এর মধ্যেই পুলিশ সদর দপ্তরের সামনে গোলাগুলি শুরু হয়। মনিরুজ্জামান গুলিবিদ্ধ ও আলম মারধরের শিকার হন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর