রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ডানতীর রক্ষা প্রকল্পে চাঁদাবাজি, কাজ বন্ধ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় যমুনা নদীর ডানতীরের ভাঙন থেকে ফুলছড়ি উপজেলার কাতলামারী এবং সাঘাটার গোবিন্দী, হলদিয়া ও মুন্সিরহাট এলাকা রক্ষা প্রকল্পে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ কারণে বন্ধ হয়ে গেছে কাজ। তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদী বেষ্টিত গাইবান্ধার চার উপজেলা ভাঙনপ্রবণ। সরকার যমুনার ডানতীর রক্ষায় প্রকল্প গ্রহণ করে।

ঢাকার হাসান ব্রাদার্স ও বিজে কনস্ট্রাকশন ঠিকাদার হিসেবে দায়িত্ব পেয়ে শুরু করে কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজ তদারকি ও দেখভালের জন্য স্থানীয় প্রতিনিধি হিসেবে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটকে দায়িত্ব দেওয়া হয়।  সাঘাটার নিজ বাসায় গতকাল সংবাদ সম্মেলনে চেয়ারম্যান এ অভিযোগ করেন।

 

সর্বশেষ খবর