রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বৈষম্যবিরোধী আন্দোলন যেন ভূলুণ্ঠিত না হয়

সুজন-পিএফজির সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে গাইবান্ধায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের গানাসাস মার্কেটের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও পিচ ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন যেন কোনোভাবেই ভুলণ্ঠিত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীরা এ আন্দোলনের মধ্যদিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতির আমুল পরিবর্তন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশকে নতুনভাবে সংস্কার করে এগিয়ে নিতে হবে। কোনো প্রকার রাজনৈতিক প্রতিহিংসা, কিংবা ব্যক্তি স্বার্থে কারও ওপর হামলা, মামলা, প্রতিষ্ঠান লুটপাট করা যাবে না, কারও ক্ষতি করা যাবে না। বক্তারা সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সুজন-এর সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী এতে সভাপতিত্ব করেন।

 

 

সর্বশেষ খবর