সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ক্ষতিগ্রস্ত দুই রেলস্টেশন চালু নিয়ে অনিশ্চয়তা

সিরাজগঞ্জ প্রতিনিধি

ক্ষতিগ্রস্ত দুই রেলস্টেশন চালু নিয়ে অনিশ্চয়তা

ভাঙচুর করে আগুন দেওয়া হয় স্টেশনের স্থাপনায় -বাংলাদেশ প্রতিদিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জ পৌর শহরের বাজার রেলওয়ে স্টেশন এবং সয়দাবাদ ইউনিয়নের শহীদ এম. মনসুর আলী স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আবার ট্রেন চালু হলেও সিরাজগঞ্জের দুটি স্টেশন সচল করা যায়নি। এখনো চালু হয়নি ঢাকা-সিরাজগঞ্জ রুটের সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও। এতে যাত্রী ভোগান্তি দিন দিন বাড়ছে। যাত্রীরা স্টেশন দুটি দ্রুত সংস্কারসহ সিরাজগঞ্জ এক্সপ্রেস চালুর দাবি জানিয়েছেন। জানা যায়, ৪ আগস্ট শহরের বাজার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে থাকা কম্পিউটার, টেবিল, চেয়ার, ফ্যান ও আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়। শহীদ এম মনসুর আলী স্টেশনের ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ট্রাফিক অফিসার (পাকশী) আনোয়ার হোসেন সব আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় স্টেশন দুটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। একই কারণে সিরাজগঞ্জ-ঢাকা চলাচলকৃত ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ চলাচল বন্ধ এবং শহীদ এম মনসুর আলী  স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি বন্ধ রয়েছে। কবে স্টেশন দুটির কার্যক্রম চালু হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি এই কর্মকর্তা।

সর্বশেষ খবর