সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

নেত্রকোনা-ময়মনসিংহ বিআরটিসি দ্বিতল বাস চালু ছয় বছর পর

নেত্রকোনা প্রতিনিধি

ছয় বছর পর বিআরটিসি বাস পুনরায় চালু হয়েছে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে। দ্বিতল এ বাস সার্ভিস চালুতে শহরবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে। বাসগুলোতে ভাড়াও কম। গতকাল সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা বিএডিসির সামনে থেকে এ বাস চলাচল শুরু হয়। মাত্র ৬০ টাকা ভাড়া নির্ধারণ রয়েছে নেত্রকোনা থেকে ময়মনসিংহ। নেত্রকোনা থেকে শ্যামগঞ্জ পর্যন্ত ভাড়া ৪০ টাকা। এ ছাড়া শিক্ষার্থীরা কার্ড দেখিয়ে ময়মনসিংহে যেতে পারবে ৩০ টাকায়। ২০১৮ সালে এ অঞ্চলের মানুষের সুবিধার্তে ছয়টি দ্বিতল বাস নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে চালানোর জন্য বরাদ্দ দেয় তৎকালীন সরকার। স্থানীয় এমপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করেন। পরদিন থেকেই আবার বন্ধ করে দেয় নেত্রকোনা ময়মনসিংহ বাস মালিক সমিতির সিন্ডিকেট চক্রটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সাধারণ নাগরিকরা শিক্ষার্থীদের নিয়ে আবারও মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়।

সর্বশেষ খবর