চার দিনেও খুলনার পাইকগাছায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা সম্ভব হয়নি। চরম দুর্ভোগে পড়েছেন ১৩টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় স্থানীয়রা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পাকা উঁচু সড়কের পাশে পলিথিন টানিয়ে আশ্রয় নিয়েছেন। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার জানান, এই ইউনিয়নে কোনো সাইক্লোন শেল্টার নেই। আশপাশের উঁচু সড়ক ও স্কুলে মানুষ আশ্রয় নিয়েছে। এখানে রান্না করা খাবার, সুপেয় পানি, মোটা পলিথিনি, ত্রিপল ও শুকনো কাপড়ের প্রচন্ড অভাব দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, দুটি এস্কাভেটর দিয়ে মাটি কেটে রিং বাঁধ দেওয়া হচ্ছে। শত শত মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। পানির প্রবল চাপে বাঁধ মেরামত করা যায়নি।