সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস

পুরোপুরি বাস্তবায়ন হয়নি ছয় দফা

দিনাজপুর প্রতিনিধি

আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী কয়লাখনি বাস্তবায়নের প্রতিবাদে গড়ে ওঠে গণ আন্দোলন। গুলিতে প্রাণ হারান তিন যুবক। আহত হন তিন শর বেশি মানুষ। এরপর থেকে দিনটি ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছে উপজেলায়।

গণ আন্দোলনের ১৭ বছর হলেও পুনর্বাস্তবায়ন হয়নি ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ছয় দফা চুক্তি। উল্টো আন্দোলনকারী নেতাদের ওপর চেপে বসে আছে এশিয়া এনার্জির দায়ের করা একাধিক মামলা। এ কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ফুলবাড়ী দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে সকালে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোকর‌্যালি, স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা রয়েছে। দিবসটি পালন করবেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার নেতারা।

 

সর্বশেষ খবর