সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

খাস কামরায় বিচারকের ওপর হামলা

একজনকে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

খাস কামরায় বিচারকের ওপর হামলা

বগুড়া যুগ্ম জেলা ও দায়রা জজ (অর্থঋণ আদালত) মোহাম্মদ মনিরুজ্জামানের ওপর হামলা হয়েছে। আদালতের ভারপ্রাপ্ত নাজির শাহীন ইকবাল সাবেক ছাত্রলীগ নেতার পরিচয়ে গতকাল সকাল ১০টার দিকে ওই বিচারকের খাস কামরায় এ হামলা চালান বলে অভিযোগ রয়েছে। আদালতের সেরেস্তাদার ও জারিকারকরা শাহীন ইকবালকে পিটুনি দেন। ঘটনার পর বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় আতঙ্ক। সুপ্রিমে কোর্টের প্রধান বিচারপতির একান্ত সচিব (যুগ্ম জেলা জজ) শরিফুল আলম ভূঁইয়া নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিচারক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শাহীন ইকবাল নিজেকে ছাত্রলীগের সাবেক নেতা দাবি করে আদালতে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিতেন। তার ব্যবহারে অনেকেই তাকে পাগল বলতেন। হামলায় আঘাতপ্রাপ্ত বিচারককে শুধু মারপিটই করেননি। ওই বিচারককে অশ্লীল ভাষায় গালিগালাজও করেছেন। শাহীন ইকবালের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সভা চলছিল। প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঁইয়া বলেন, কোনো অন্যায়কে সাপোর্ট করা যাবে না। এই হামলা অত্যন্ত নিন্দনীয়। কোনো অভিযোগ থাকলে প্রধান বিচারপতির কাছে অভিযোগ দিতে পারতেন।

 

 

সর্বশেষ খবর