ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বন্যা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। এ অবস্থায় গতকাল দুপুর ১২টার দিকে আখাউড়া বন্দর দিয়ে শুরু হয়েছে পুরোদমে যাত্রী পারাপার। এর আগে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছিল তাদের রবিবার বিকালে বিশেষ ব্যবস্থায় যাওয়া-আসা করতে দেওয়া হয়েছে। গতকাল সকালে বন্দর দিয়ে একটি মিনি ট্রাকে মাছও রপ্তানি করা হয়। এরপর দিনভর আর কোনো পণ্য আমদানি-রপ্তানি হতে দেখা যায়নি। আখাউড়া উপজেলার গাজীর বাজার এলাকায় বেইলি সেতু ধসে যাওয়ায় বাণিজ্যিক কার্যক্রম চালু হতে কিছু সময় লাগবে জানিয়েছেন ব্যবসায়ীরা।
যাত্রী পারাপার শুরু হতে পারে- এমন খবরে সকাল থেকে লোকজন বন্দর এলাকায় এসে জড়ো হন। বেলা ১১টার দিকে বিজিবি ব্যারিয়ারের সামনে ৩০-৪০ জনকে অপেক্ষা করতে দেখা গেছে। এর আগে যাত্রীরা কাস্টমসের কাজ সারেন। দুপুর সোয়া ১২টায় তাদের ইমিগ্রেশন এলাকায় ঢুকতে দেওয়া হয়। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি খায়রুল আলম বলেন, বন্যার কারণে পাঁচ দিন যাত্রী পারাপার বন্ধ করা হয়েছিল। পানি আরও আগে নেমে গেলে যন্ত্রপাতি ঠিকঠাক করতে সময় লেগেছে। সবকিছু ঠিক করার আবার এ বন্দর দিয়ে শুরু হলো যাত্রী আসা-যাওয়া।