মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

দুই বছরের কমিটি ১৮ বছর ক্ষমতায়

আন্ত:জেলা বাস মিনিবাস সমিতি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর আন্তজেলা বাস মিনিবাস সমিতির কার্যনির্বাহী পরিষদ দুই বছরের জন্য নির্বাচিত হয়ে ক্ষমতা ধরে রেখেছে ১৮ বছর। কমিটির বিরুদ্ধে একাধিকবার শ্রম অধিদপ্তরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ করেছেন সাধারণ সদস্যরা। শ্রম আধিদপ্তরের খুলনা রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নও একাধিকবার সমিতির নির্বাহী পরিষদকে অভিযোগ সমাধানে চিঠি দিলেও গুরুত্ব দেননি। গত ১৬ বছর কোনো নির্বাচন বা হিসাবনিকাশও দেননি কমিটির সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম রসুল। নির্বাহী পরিষদের দাবি, সবকিছুই হচ্ছে সমিতির সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে। সদস্যদের অভিযোগ, ২০০৫ সালে আন্তজেলা বাস মিনিবাস সমিতির ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন হয়। এর পর থেকে ওই কমিটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্ষমতা ধরে রেখেছে। কমিটির কয়েকজন সদস্য মারা গেছেন। কেউ কেউ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। শূন্যপদে সভাপতি ও সাধারণ সম্পাদক বসিয়েছেন তাদের পছন্দের লোক। সমিতির কয়েক কোটি টাকার আয়ব্যয়ের হিসাব নেই। দাখিল করা হয়নি বার্ষিক আয়কর রিটার্ন। ১৬ বছরে একটিও হয়নি সাধারণ সভা। আন্তজেলা বাস মিনিবাস সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘১৬ বছর ধরে আমরা বারবার নির্বাচনের কথা বললেও বর্তমান নির্বাহী কমিটি কানে তোলেনি। বিষয়টি আমরা লিখিতভাবে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর কার্যালয়ে জানিয়েছি।’ কোষাধ্যক্ষ রেজানুর রহমান খোকন বলেন, ‘আমি নির্বাচিত কোষাধ্যক্ষ নই। সভাপতি ও সম্পাদক আমাকে দায়িত্ব দিয়েছেন। আয়ব্যয়ের বিষয়ে আমার কিছু জানা নেই।’ আন্তজেলা বাস মিনিবাস সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি। সমিতির সহসভাপতি মোজাম্মেল হক বলেন, ‘রাজনৈতিক কারণে ১৬ বছর নির্বাচন হয়নি। নির্বাচন এলেই সদস্যরা সভাপতি ও সম্পাদককে তাদের মতো করে কমিটি সাজিয়ে নিতে বলতেন।’ শ্রম অধিদপ্তরের খুলনা রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক মিজানুর রহমান বলেন, ‘মালিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সদস্যরা ইচ্ছা করলে কমিটির বিরুদ্ধে অনাস্থা আনতে পারেন। অনাস্থা আনলে তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর