মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

হবিগঞ্জে বন্যায় ভেসে গেছে দেড় হাজার খামারের মাছ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বন্যায় ভেসে গেছে দেড় হাজার খামারের মাছ

হবিগঞ্জে বন্যায় ছয় উপজেলার অন্তত দেড় হাজার খামারের মাছ ভেসে গেছে। এতে খামারিদের ক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি টাকা। খামারিরা জানান, হঠাৎ বন্যা হওয়ায় তারা মাছ আটকানোর কোনো ব্যবস্থা নিতে পারেননি। যে কারণে ক্ষতির পরিমাণ বেশি। এ ছাড়া তীব্র স্রোত থাকায় পুকুর-জলাশয় ডুবে যাওয়া মাত্র সব মাছ ভেসে গেছে। গতকাল পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলায় ৯০০, নবীগঞ্জে ২৫০, মাধবপুরে ২০০, চুনারুঘাটে ৮২, বাহুবলে ৩৫ ও শায়েস্তাগঞ্জে ২০টি খামার প্লাবিত হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। হবিগঞ্জ জেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ছয় উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৫৪৭টি মৎস্য খামার। এতে লোকসানে পড়া মৎস্য খামারি ৫১৬ জন। জেলায় বন্যার পানি কমতে থাকায় খামারগুলো দৃশ্যমান হচ্ছে। তবে খামারগুলোতে নেই কর্মচাঞ্চল্য। খামারিদের অভিযোগ, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে তাদের কোটি কোটি টাকার মাছ ভেসে গেলেও সরকারের কোনো ধরনের সহযোগিতা পাননি। বড় কিছু খামারি সুযোগ-সুবিধা নিলেও নিম্ন ও মধ্যম মানের খামারিরা একেবারেই বঞ্চিত। ক্ষতিগ্রস্তরা সরকারের সহযোগিতা কামনা করেছেন। জেলা মৎস্য অধিদপ্তর বলছে, ক্ষতিগ্রস্তদের তালিকা করে বরাদ্দ সাপেক্ষে সব ধরনের সহায়তা করা হবে। হবিগঞ্জ মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওয়াহিদুর রহমান মজুমদার জানান, বন্যায় তলিয়ে যাওয়া ১ হাজার ৫৪৭টি খামারের আয়তন ২৯৮ হেক্টরের বেশি। তিনি বলেন, ছয় উপজেলার মধ্যে সদরের মৎস্য খামারিরা বেশি লোকসানে পড়েছেন। বন্যার পানি নেমে যাওয়ার পর হিসাব করলে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত খামারিদের সরকারিভাবে সহযোগিতার চেষ্টা করা হবে।

সর্বশেষ খবর