মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

উপাচার্যের পদত্যাগ দাবিতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এর মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ট্রাস্টিবোর্ডের নির্দেশে রবিবার রাতে ছুটি ঘোষণা করেন রেজিস্ট্রার মনিরুল ইসলাম রিন্টু। তিনি জানান, বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্তে অনিবার্য কারণে ২৬ আগস্ট থেকে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়। এর আগে থেকেই উপাচার্য ড. এ বি এম রাশেদুল হাসানের পদত্যাগ দাবিতে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এক্সিম ব্যাংক ও ব্যাংকের এটিএম বুথের কার্যক্রমও গত রবিবার বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবেন তারা।

সর্বশেষ খবর