মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

তিন দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার সুযোগে বেশি দামে শুকনা খাবার বিক্রির দায়ে তিন দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের আনন্দ বাজারে গতকাল অভিযান পরিচালনা করেন। জরিমানার পাশাপাশি দোকানিদের সতর্কও করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা বন্যাকবলিত। বন্যার্তদের সহায়তায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, সমিতি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে শুকনা খাবারের (চিড়া-মুড়ি-গুড়) সহ প্রয়োজনীয় কিছু পণ্যের বেচাকেনা বেড়ে যায়। এ সুযোগে কয়েকটি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর