পটুয়াখালীর দুমকীতে গোলাম সরোয়ার হাফিজি ও নূরানি মাদরাসার প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে মারধর ও পদত্যাগপত্রে জোরপূর্বক স্বাক্ষর আদায়ের অভিযোগ উঠেছে। রবিবার এ ঘটনা ঘটে। গতকাল দুমকী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হামলার শিকার গোলাম সরোয়ার হাফিজি ও নূরানি মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আল মামুন এসব অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, মাদরাসার কর্তৃত্ব দখলে নিতে দাতা এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য নাসির হাওলাদার ও আনোয়ার হাওলাদারের নেতৃত্বে ৫/৬ জন অফিসে ঢুকে তাদের মনগড়া একটি পকেট কমিটি করে তাতে সম্মতি ও স্বাক্ষরের নির্দেশ দেন। এতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে তারা কিল, ঘুসি মেরে ফেলে দেয়। ইউএনও মো. শাহীন মাহমুদ বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি।