বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

২০২৩ সালে হামলায় আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীর নামে মামলা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০২৩ সালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের ১০২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলাটি করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে। আসামিদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মির্জাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান খান আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী,  আজিজ হাওলাদার, আবুল বাশার নাসির, মিজানুর রহমান লাভলু। মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, মামলার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা দুটি মাইক্রোবাস ও ৪০-৫০টি মোটরসাইকেলে উপজেলা সদরের সুবিদখালী আসছিলেন। এটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড় এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের অফিস থেকে আসামিরা মিছিল নিয়ে অতর্কিত হামলা চালায়। বিএনপির বহু নেতা-কর্মী গুরুতর আহত হন। বহরের বেশকিছু গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা।

সর্বশেষ খবর