বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ বসুন্ধরা শুভসংঘের

দিনাজপুর প্রতিনিধি

আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ বসুন্ধরা শুভসংঘের

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ স্লোগানে দিনাজপুরের হাকিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে হিলি রেলওয়ে স্টেশনে গতকাল বেলা সাড়ে ১২টায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। হিলি রেলওয়ে স্টেশন এলাকায় রোপণ করা হয় মেহগনি ও আমড়ার চারা। প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘের হাকিমপুরের উপদেষ্টা ও কালের কণ্ঠ হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন। বিশেষ অতিথি ছিলেন বাংলা হিলি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, আনোয়ার হোসেন খান, সদস্য চঞ্চল হোসেন, মোস্তাকিন হোসেন, আবদুর রহমান, খাজিদা আক্তার জুঁই, মোছা, এশা জাহান, হোজাইফা হোসাইন, আফরিন সুলতানা চৈতি, মাহিন ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর