বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

তিন শিক্ষককে মারধর, প্রতিবাদে বিক্ষোভ

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকী উপজেলায় থানা ব্রিজ গোলাম সরোয়ার হাফেজি ও নূরানি মাদরাসায় প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষককে মারধর এবং জোরপূর্বক পদত্যাগপত্রে সই নেওয়ার প্রতিবাদে গতকাল বিক্ষোভ করেছেন মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। ইউএনও মো. শাহীন মাহমুদ বলেন, আমাকে ছাড়া এ মুহূর্তে কোনো শিক্ষককে অব্যাহতি দেওয়া কিংবা নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার সুযোগ নেই। সব কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। গতকাল মাদরাসার সামনের সড়কে এ বিক্ষোভ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ওই তিন শিক্ষককে চাকরিতে বহাল রাখার দাবি জানান। শিক্ষকদের মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিও জানান তারা। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. নাসির হাওলাদার, মো. দুলাল হাওলাদার, মো. হারুন হাওলাদারসহ কয়েকজন ২৫ আগস্ট প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে মারধর ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেন। এর প্রতিবাদে গতকাল নিয়মিত পরীক্ষা থাকলেও তা বর্জন করে শিক্ষার্থীরা। এ ব্যাপারে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষকরা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি আমি।

সর্বশেষ খবর