শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

গাজীপুর ধামরাইয়ে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রতিদিন ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশনের হাজীর পুকুর, কালিয়াকৈর, টঙ্গীর তিলারগাতি ও ধামরাইয়ের ঢুলিভিটায় বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে এসব এলাকায় সড়কে যানজট তৈরি হয়।

গাজীপুর : বেতন-ভাতার দাবিতে গতকাল গাজীপুর সিটি করপোরেশনের হাজীর পুকুর এলাকায় ফুল ইভার বিডি কারখানার প্রায় ৫০০ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের উভয়পাশ বন্ধ থাকায় আবদুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এ ছাড়া বড়বাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ করে। কালিয়াকৈর : একুশ দফা দাবিতে কালিয়াকৈরে সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নামে ওষুধ কোম্পানির শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। টঙ্গী : টঙ্গী তিলারগাতি এলাকায় এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা দুই মাসের বকেয়া ওভারটাইমের বিল পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা তিলারগাতি-খাঁপাড়া সড়ক অবরোধ করে রাখেন। ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটায় দি একমি ল্যাবরেটরিজ ওষুধ কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। কারখানার কয়েক হাজার শ্রমিক কাজে যোগদান না করে কারখানায় বিক্ষোভ করেন।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, বর্তমান বাজারে সব কিছুরই দাম অনেক বেশি। এ ছাড়া ঘর ভাড়া দিয়েও থাকতে হচ্ছে অনেক শ্রমিককে। তাই ৬ থেকে ১০ হাজার টাকা বেতন দিয়ে পরিবার নিয়ে চলা অনেক কষ্ট। তাই বেতন বৃদ্ধির দাবি করছি। তারা আরও জানান, একজন গামের্ন্টশ্রমিকের ন্যূনতম বেতন এখন ১৩ হাজার টাকা। তাহলেও আমরা কেন পাচ্ছি ৬ থেকে ১০ হাজার টাকা। বেতন বৃদ্ধি না করলে তারা কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দেন তারা।

সর্বশেষ খবর