পার্বত্যাঞ্চলের বাঙালিরা কয়েক বছর ধরে বৈষম্যের শিকার। সরকারি চাকরি, বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তিন পার্বত্য জেলার বাঙালি শিক্ষার্থীরা। পার্বত্য জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডসহ সব কিছুতেই বাঙালিদের পাশ কাটানো হতো। গতকাল রাঙামাটিতে ছাত্র-জনতার মহাসমাবেশে বক্তারা এসব অভিযোগ করেন। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, মহাসচিব মো. আলমগীর কবির, সহসভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, জেলা সভাপতি শাব্বির আহম্মেদ, মো. আসিফ ইকবাল ও মো. হাবীব আজম প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন। মজিবর রহমান বলেন, পাহাড়ে আর কোনো রকম বৈষম্য মেনে নিবে না ছাত্র-জনতা। নতুন বাংলাদেশে বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন এখন সময়ের দাবি। পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সব ক্ষেত্রে জনসংখ্যা অনুপাতে বণ্টন করতে হবে।
সংঘাত, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।