বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের তোপের মুখে ছুটির কথা বলে অফিস ছেড়ে পালিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান। গতকাল সিভিল সার্জনের তার কার্যালয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা টিপুর কাছে দায়িত্ব হস্তান্তর করে ছুটির কথা বলে অফিস থেকে চলে যান। এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্ররা সিভিল সার্জনের অফিসে গিয়ে তার সময়কালের নানা অনিয়ম ও দুর্নীতির ব্যাখ্যা চান। একই সঙ্গে তার অধীনস্ত ফরিদপুর জেনারেল হাসপাতালের আরএমও গণেশ কুমার আগরওয়ালা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ ও সিভিল সার্জনের প্রধান সহকারী সরদার জালাল উদ্দীনের পদত্যাগ দাবি করেন। ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা টিপু বলেন, ‘সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান স্যার দুপুরে আমার ওপর দায়িত্ব দিয়ে ছুটির কথা বলে অফিস ছেড়েছেন। এ বিষয়ে সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।