শিরোনাম
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

স্বামীর দেওয়া আগুনে মৃত্যুশয্যায় গৃহবধূ

নওগাঁ প্রতিনিধি

স্বামীর দেওয়া আগুনে মৃত্যুশয্যায় গৃহবধূ

যৌতুকের জন্য কেরোসিন ঢেলে স্ত্রীর শরীরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। দগ্ধ হয়ে এখন মৃত্যুশয্যায় গৃহবধূ ফজিলাতুন নেছা (২৪)। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন তিনি। আগুন দেওয়ার ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সকালে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর মধ্যেপাড়ায়। পরদিন বিকালে ফজিলাতুন নেছার বাবা ফজলুর হোসেন থানায় মামলা করেছেন। আসামি করা হয়েছে মেয়েজামাই গোলাম রাব্বানী ও তার পরিবারের চারজনকে। পুলিশ গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ফজলুর হোসেন বলেন, যৌতুকের জন্য মেয়েকে চাপ দিত এবং প্রায় মারধর করতো তার স্বামী। এর আগে কয়েকবার তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত তারা আমার মেয়ের শরীরে আগুন ধরিয়ে দিল। মেয়েটার অবস্থা সংকটাপন্ন। তিনি আরও বলেন, এ ঘটনায় আমার মেয়ের শ্বশুরবাড়ির সদস্যসহ আমার বোন হিরা ও তার মেয়ে হাসুও জড়িত। আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল ওয়াদুদ বলেন, এ ঘটনায় কয়েকজনের নামে মামলা হয়েছে। প্রধান অভিযুক্ত গোলাম রাব্বানী গ্রেপ্তার হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর