শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

মানবতার কনসার্ট বন্যার্তদের জন্য

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মানবতার কনসার্ট বন্যার্তদের জন্য

‘আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই, ভালোবাসার হাত বাড়াই’ সেøাগানে গাজীপুরের কালিয়াকৈরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিনা পারিশ্রমিকে চলছে মানবতার কনসার্ট। বন্যার্তদের সহযোগিতায় ৯ দিনব্যাপী এমন আয়োজন করেছে জুয়েল অ্যান্ড ফ্রেন্ডস নামে একটি ব্যান্ড। তাদের গান উপভোগ করে বানভাসিদের আর্থিক সহযোগিতা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  আয়োজক সূত্রে জানা যায়, বন্যার্তদের সহযোগিতার লক্ষ্যে ২৬ আগস্ট বিকালে কালিয়াকৈর বাস স্টেশন এলাকায় মানবতার কনসার্টের আয়োজন করে জুয়েল অ্যান্ড ফ্রেন্ডস। গত বুধবার বিকালে কনসার্ট হয় উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায়। কনসার্টে বন্যার্তদের জন্য টানা ৩-৪ ঘণ্টা দেশাত্মবোধক, লালন গীতি, লোকগীতিসহ ব্যান্ডের গান পরিবেশন করা হয়। গতকাল কনসার্ট হয় উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায়। আগামী বুধবার পর্যন্ত কনসার্ট চলবে।

সর্বশেষ খবর