চকরিয়ায় ২০০৯ সালের ১ জানুয়ারি ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগে সাবেক দুই এমপিসহ ৩৯ জনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করা হয়েছে। বুধবার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা আলী হায়দার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। মামলায় আসামি করা হয় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম, কল্যাণ পার্টির সভাপতি ও সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীককে। আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলে পিআইবিকে নির্দেশ দিয়েছেন।