শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ভিসার অপেক্ষায় ২৯ বছর

প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান ডিভি লটারি বিজয়ীরা

মৌলভীবাজার প্রতিনিধি

২৯ বছরেও ভিসা পাননি যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বিজয়ী মৌলভীবাজারের অনেকে। ভিসার অপেক্ষায় দেলায় এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৫০ জন। অনেকে ভিটামাটি বিক্রি করে ভিসা ফি দিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। বিভিন্ন দপ্তরে আবেদন করে আলোর দেখা পাননি তারা। সবশেষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার ড. মোহাম্মদ ইউনূসের কাছে লিখিত আবেদন করেছেন।

অনুসন্ধান ও লিখিত আবেদনে জানা যায়, ১৯৯৪-৯৫ সালে আমেরিকা সরকার ডিভি লটার চালু করে। ৫৫টি দেশ থেকে কোটাভিত্তিক হারে প্রতি বছর ৫৫ হাজার লোককে আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়েছিল। বাংলাদেশি কোটায় প্রতিবছর ৩ হাজার ৮৫০ জন আবেদনকারীর অভিবাসন নিশ্চিত করা হয়।

১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত মার্কিন অভিবাসন নীতির আলোকে ডিভির মাধ্যমে বাংলাদেশি আবেদনকারীদের উল্লেখ সংখ্যক প্রয়োজনী পাসপোর্ট, স্পন্সরশিপ ও মেডিকেল টেস্ট ও ভিসা ফি দিয়েও কিছু অসাধু দূতাবাস কর্মকর্তার জালিয়াতির কারণে স্বপ্নের দেশে যেতে পারেননি।

ডিভি লটারি বিজয়ী ও ভিসাবঞ্চিত বাংলাদেশি সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ ইউনুছ আলী বলেন, আমাদের পরিষদের ভিসা বঞ্চিতদের অধিকাংশই হতদরিদ্র।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর