চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে পানি স্থিতিশীল রয়েছে। তবে সদর ও শিবগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নে নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে নদীতীরবর্তী মানুষ বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
পানির স্রোতের কারণে নদীভাঙনের কবলে পড়েছে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ও সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। কিছু বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন কিছু-কিছু এলাকায় নদীভাঙনের কথা স্বীকার করেছেন। জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।