শিরোনাম
শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ময়লার ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ১০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে ময়লার ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের মধ্যে কমপক্ষে ১০ জন অহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মৌচাক শিল্পাঞ্চলের প্রতিটি বাসাবাড়ি থেকে ময়লা গত কয়েক বছর ধরে খাইরুল ইসলাম নামের এক ব্যক্তি কর্মচারী দিয়ে সংগ্রহ করতেন। তিনি বাড়ি প্রতি ১০০ থেকে ১৫০ টাকা করে আদায় করতেন। শেখ হাসিনা সরকার পতনের পরই ওই ব্যবসায় বাধা দিয়ে ওমর ফারুক দখলে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দেয় খাইরুলের পক্ষ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহসিন সরকার। এ নিয়ে সন্ধ্যায় মৌচাক বাজার এলাকায় মোহসিন গ্রুপের সঙ্গে ফারুক গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে সাইফুল, হুমায়ুন ও মাসুদ পারভেজ ও তার ছেলে নুর আলম সিদ্দিকী কাব্য স্থানীয় ক্লিনিকে ভর্তি হয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মৌচাক বাজার সমিতির সভাপতি ও মোহসিনের বড় ভাই মাসুদ পারভেজ বলেন, ‘পূর্ব বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই ওমর আলীর লোকজন আমাদের ওপর হামলা চালায়।’ এ ব্যাপারে অভিযুক্ত ওমর ফারুক মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি ধরেননি। কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বলেন, মৌচাক বাজারের সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর