শিরোনাম
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

পশ্চিমাঞ্চল রেলের শতাধিক কর্মচারী আত্মগোপনে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

৫ আগস্ট সরকার পতনের পর থেকে পশ্চিমাঞ্চল রেলের শতাধিক নেতা-কর্মী গাঢাকা দিয়ে আছেন। ফলে রেলের কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আহম্মদ মাসুম অবশ্য কর্মচারীদের অনুপস্থিতির বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। জানা গেছে, রেল শ্রমিক লীগের ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম বর্তমানে অবসরে আছেন। তার দুই ছেলে মামুন ও সুমন রেলে কর্মরত। ৫ আগস্টের পর থেকে তারা পলাতক। ওপেন লাইন শাখা ও রাজশাহী মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার আলীও পলাতক। সিসিএম (পশ্চিম) ক্লেইম ইন্সপেক্টর মেহেদী হাসান দীর্ঘ এক বছর আগে থেকেই ঢাকায় অবস্থান করেন। পশ্চিম রেলের নির্বাহী প্রকৌশলী অফিসে কর্মরত দেবব্রত সিনহা, সিওপিএস অফিসে কর্মরত আইনুল হক, আরবিআর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক (১) সাদিকুল ইসলামসহ শতাধিক কর্মচারী গাঢাকা দিয়ে আছেন। তাদের সহকর্মী ও হাজিরা খাতা থেকে কর্মচারীদের অনুপস্থিতির তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ খবর