রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ওষুধ কারখানায় শ্রমিক অসন্তোষ অবরোধ

প্রতিদিন ডেস্ক

ওষুধ কারখানায় শ্রমিক অসন্তোষ অবরোধ

বিভিন্ন স্থানে ওষুধ কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে গতকাল দুটি ওষুধ কোম্পানি ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ওষুধ কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। এতে ওইসব এলাকায় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে ২১ দফা দাবিতে গতকাল দুটি ওষুধ কোম্পানিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয়পাশে তীব্র যানজট হয়। চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। এলাকাবাসী, বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং হরিণহাটি এলাকায় অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালস নামে দুটি ওষুধ কারখানায় এই শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। গতকাল স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। তারা ২১ দফা দাবিতে বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ২১ দফা দাবিতে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ওই কোম্পানিতে ১০ বছর চাকরি করলেও শ্রমিকদের পার্মানেন্ট করা হয়নি। ১৫-২০ বছর ধরে চাকরি করেও শুক্রবারে বেতন পাই না। একই সময়ে হরিণহাটি এলাকায় অ্যাপেক্স ফার্মাসিউটিক্যাল-এর শ্রমিকরাও আন্দোলনে নামেন। তারা ওই এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে সেখানেও তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এ ব্যাপারে ওই দুই ওষুধ কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। গাজীপুর-২ এর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ খান জানান, ওষুধ কোম্পানির শ্রমিকদের অবরোধের খবর পেয়ে সেনাবাহিনী ও শিল্প পুলিশ ঘটনাস্থলে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।   রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শরিফ ফার্মাসিউটিক্যাল-এ শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ১৭ দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধের ফলে ওই মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গতকাল সকাল ১০টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ ঘটনা ঘটে।  বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, শরিফ ফার্মাসিউটিক্যাল-এর অ্যাডমিন ম্যানেজার ইসমাইল হোসেন শ্রমিকদের ওপর নানাভাবে চাপ প্রয়োগ ও নির্যাতন চালিয়ে আসছেন। বারবার মালিকপক্ষকে বলার পরও ইসমাইল হোসেনকে অপসারণ করা হয়নি। এ ছাড়া দীর্ঘদিন ধরে ওই ১৭ দফা দাবি জানিয়ে আসছেন মালিকপক্ষের কাছে শ্রমিকরা। দাবি না মানায় গতকাল সকালে কাজে যোগদান না করে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। ওই গ্রুপের এজিএম মো. মফিজুর রহমান বলেন, এখানে শরীফ গ্রুপের চারটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান শরীফ ফার্মাসিউটিক্যালস। এই কারখানায় ৪ শতাধিক শ্রমিক কাজ করেন। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক শরিফ ফার্মাসিউটিক্যাল-এর অ্যাডমিন ম্যানেজার ইসমাইল হোসেনকে অপসারণ করা হয়েছে। শ্রমিকদের অন্যান্য দাবি মালিকপক্ষের সঙ্গে কথা বলে বাস্তবায়ন করার জন্য বিবেচনা করা হবে।

 

সর্বশেষ খবর