রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

খাসপুকুর বাঁচানোর উদ্যোগ উদ্ধার অর্ধশতাধিক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের বিভিন্ন উপজেলায় অস্তিত্ব সংকটে থাকা এবং বেদখল হওয়া ৬২টি সরকারি (খাস) পুকুর বাঁচানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ পুকুরগুলো উদ্ধার করা হয়েছে। বিভিন্ন কারণে বিগত বছরগুলোতে এসব পুকুর থেকে রাজস্ববঞ্চিত ছিল সরকার। পুকুরগুলো নতুনভাবে ইজারা এবং যেগুলো খনন প্রয়োজন খননের ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলায় ২৪, রাজৈরে তিন ও ডাসারে ৩৫টি খাস পুকুর রয়েছে। এসব পুকুরের কিছু আকারে বড় হওয়ায় স্থানীয়রা সরকারি দীঘি নামে চেনেন। জেলার ৬২টি পুকুরে জমির পরিমাণ প্রায় ৫০ একর। এসব পুকুর থেকে বিভিন্ন কারণে রাজস্ববঞ্চিত ছিল সরকার। পুকুরের কিছু জমি আগে খাস তালিকায় থাকলেও বিভিন্নভাবে ব্যক্তির নামে রেকর্ড করানো হয়েছে। সেসব জমির রেকর্ড সংশোধন করে খাসের তালিকায় এনে ইজারার ব্যবস্থা করা হবে।  স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে কিছু লোক এসব পুকুর দখলে রেখেছিলেন। কিছু পুকুর সাময়িক বন্দোবস্তের নামে দীর্ঘ মেয়াদে দখলে ছিল। কিছু পুকুর ভরাট হয়ে যাওয়ায় সেগুলো ছিল ইজারার অযোগ্য। স্থানীয় কিছু লোক ভাগাভাগি করে এসব জমি ভোগদখল করে আসছে বছরের পর বছর। ভূমি অফিস থেকে তাদের ইজারা নেওয়ার তাগিদ দিলেও বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতেন। স্থানীয় ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এসব পুকুর ভোগ করেছেন তারা। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ বলেন, বিভিন্ন উপজেলায় থাকা সরকারি পুকুর উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক মারুফুর রশিদ বলেন, কিছু জমি আগে খাস তালিকায় থাকলেও বিভিন্নভাবে ব্যক্তির নামে রেকর্ড করানো হয়েছে।

সর্বশেষ খবর