রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ভাঙ্গায় গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় গাছ কাটা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে গতকাল দুই ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ১৪ জনকে ভর্তি করা হয়েছে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে। গুরুতর অবস্থায় দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, পীরেরচরের চুন্নু শেখ ও সোবাহান মাতুব্বরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। চুন্নু পক্ষের সেকেন মাতুব্বরের সঙ্গে সোবাহান পক্ষের শহীদের ১৭ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান। সালিশও হয়েছে কয়েকবার। শনিবার সকালে শহীদ মাতুব্বররা ওই জায়গার মেহগনি গাছ কাটতে গেলে সেকেন মাতুব্বরের লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এম এম মঈনুদ্দীন সেতু বলেন, সংঘর্ষে আহতদের শরীরে কোপ ও ইটের আঘাত রয়েছে। ভাঙ্গা থানার উপপরিদর্শক রাকিব হোসেন জানান, পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে উভয়পক্ষকে শান্ত করে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর