রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বর্জ্যে মাছের মৃত্যু সংক্রান্ত সংবাদের প্রতিবাদ

২১ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত ‘পোশাক কারখানার কেমিক্যাল বর্জ্যে মারা গেল ৭০০ মণ মাছ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদে আরন ডেনিম লিমিটেড বলেছে, তাদের কারখানার ইটিপি ২৪ ঘণ্টা চালু থাকে যার দ্বারা পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মানসম্পন্ন বর্জ্য নিষ্কাশন করা হয়। ‘আরন’-এর ব্যবস্থাপনা পরিচালক মাজাকাত হারুন স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ‘বর্জ্য সমস্যা থাকলে মাছ কীভাবে বড় হলো? এতে প্রতীয়মান হয় মাছ অন্যকোনো কারণে মারা গেছে। কীভাবে মরলো তার কারণ গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিল।’ এ ছাড়া মাছ চাষের জায়গার পরিমাপের সঙ্গে ৭০০ মণ মাছ থাকার দাবি সামজস্যপূর্ণ নয়। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ না করে একতরফা প্রতিবেদন প্রকাশের ফলে কারখানার যে সুনামহানি ঘটেছে তার ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে।

সর্বশেষ খবর