শিরোনাম
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বৃষ্টি হলেই চলার অনুপযোগী সড়ক

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দির পালপাড়া-চশই কাঁচা রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহালদশা। বৃষ্টি হলেই একাকার হয়ে যায় কাদা পানিতে। বড় বড় গর্তে পানি জমে থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।

প্রতিদিন কয়েক গ্রামের মানুষ এ সড়ক দিয়ে কর্মস্থলে যাতায়াত করে। এ ছাড়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীর চলাচলের একমাত্র পথ এটি। উপজেলা প্রশাসন থেকে বারবার রাস্তাটি পাকা করার জন্য মাপজোক হলেও কাজ না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ দিন দিন বাড়ছে। স্থানীয়রা জানান, এলাকার একটি হাইস্কুল ও একটি প্রাইমারি স্কুল ভবন নির্মাণের সামগ্রী ট্রাক দিয়ে নেওয়ার কারণে দ্রুত সড়কটি নষ্ট হয়ে যায়। দুটি প্রতিষ্ঠান নির্মাণ শেষ হলেও সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তাটি মেরামতের ব্যবস্থা করেনি। একটি প্রতিষ্ঠানের শিক্ষক আমির হোসেন বলেন, রাস্তাটি খারাপ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি উপজেলা প্রকৌশলী বলেন, ইতোমধ্যে রাস্তাটি মেপে প্রাক্কলন তৈরি করা হয়েছে। আশা করি কিছু দিনের মধ্যে এর বাস্তবায়ন হবে।

 

সর্বশেষ খবর