দিনাজপুরের বিরলে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। গতকাল উপজেলার ভান্ডারা ইউপির রামচন্দ্রপুর সীমান্ত এলাকার চকফসল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে ৪২ বিজিবি। দিনব্যাপী এ ক্যাম্পে অসহায় ও দুস্থদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্প পরিদর্শন করেন দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম।
বিজিবি দিনাজপুর সদর দপ্তরের মেডিকেল অফিসার লে. কর্নেল অনুপ কুমার বিশ্বাসের নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম ওই এলাকার ৩ শতাধিক নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা প্রদান করেন। উপস্থিতি ছিলেন ৪২ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মাহফুজুর রহমান।