রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

শেরপুরে দরিদ্রদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শেরপুরে গতকাল দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণের উদ্যোক্তা দুর্নীতি দমন কমিশন বগুড়া ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে শহরের পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন বগুড়ার উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আবু সাঈদ, মাহবুবুল আলম হিরু, গোলাম মোস্তফা, আফরোজা নার্গিস সাথী, প্রতিভা রানী, নারী কাউন্সিলর শারমিন আক্তার প্রমুখ বক্তব্য দেন। 

করুণা রানী ঘোষ, সাংবাদিক আবদুল আলীম, ওমর ফারুক প্রমুখ বক্তব্য দেন। পরে উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক দরিদ্র ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল স্কুলব্যাগ, পার্স, ছাতা, কলমদানি, টিফিনবক্স, পানির বোতল, জ্যামিতি বক্স, খাতা ও স্কেল।

সর্বশেষ খবর